বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) অধিকতর শক্তিশালীকরণ এবং পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে বাজার সংশ্লিষ্ট ১০ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।
বুধবার (১৬ এপ্রিল) বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনের মাল্টিপারপাস হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এ বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ এবং পুঁজিবাজার উন্নয়ন কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. সাদেকুল ইসলাম, কমিটির সদস্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিমা ও পুঁজিবাজার অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব উপস্থিত থাকবেন।
বৈঠকে উপস্থিত থাকতে বলা পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো হলো- ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির চেয়ারম্যান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসির চেয়ারম্যান, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) বাবস্থাপনা পরিচালক, ডিএসই ব্রোকার্স অ্যাসিয়োসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি, অ্যাসোসিয়েশন এব আাসেট ম্যানেজম্যান্ট কোম্পানি আন্ড মিউচুয়াল ফান্ডসের সহ-সভাপতি, দি ইনস্টিটিউট অব চাটার্ড একাউন্ট্যাসি অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি, অ্যাসোসিয়েশন অব ক্রেডিট রেটিং এজেন্সির সভাপতি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি।
উক্ত সভায় পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য চিঠি দিয়ে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিএসইসি।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে অধিকতর শক্তিশালীকরণ এবং পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে গঠিত কমিটির তৃতীয় সভা বুধবার (১৬ এপ্রিল) দুপুর ৩টায় কমিশনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং উক্ত কমিটির সভাপতি ও ড. আনিসুজ্জামান চৌধুরী। উক্ত সভায় সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।
এর আগে চলতি বছরের গত ১৭ মার্চ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক সার্কুলারের মাধ্যমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীকে সভাপতি করে ৪ সদস্যের কমিটি গঠন করে। দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে অধিকতর শক্তিশালী করতে এবং সর্বোপরি দেশের পুঁজিবাজার উন্নয়নের জন্য এই কমিটি কাজ করছে https://www.arthobanizzo.com/article/6545/index.html?fbclid=IwY2xjawJrghRleHRuA2FlbQIxMQABHkwKZ8shA9rGmJWhQQJoVFFBV18QWqfaUcfPPP-c7gI3bU1MA-QTufkqonoN_aem_TRrV-N6aEQ4-nxhV8VOi_Q