Home Finance পিএমআইয়ের তথ্য, টানা দুই মাস সম্প্রসারণের ধারায় অর্থনীতি

পিএমআইয়ের তথ্য, টানা দুই মাস সম্প্রসারণের ধারায় অর্থনীতি

by fstcap

পরপর দুই মাস সম্প্রসারণের ধারায় রয়েছে দেশের অর্থনীতি। অক্টোবরের পর নভেম্বরেও অর্থনীতিতে সম্প্রসারণ হয়েছে। কৃষি, উৎপাদন ও সেবা খাতের ওপর ভর করে অর্থনীতির এই সম্প্রসারণ হয়েছে। এ কারণে বেড়েছে নভেম্বর মাসের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআইয়ের সার্বিক মান।

গত নভেম্বরে এ সূচকের মান সাড়ে ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২ দশমিক ২ পয়েন্ট। অক্টোবরে সূচকটির সার্বিক মান ছিল ৫৫ দশমিক ৭ পয়েন্ট। ব্যবসায়ী ও উদ্যোক্তাদের শতবর্ষের পুরোনো সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই) ও গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ যৌথভাবে পিএমআই সূচক প্রণয়ন করছে। আজ রোববার নভেম্বর মাসের পিএমআই প্রকাশ করা হয়। তাতে বিভিন্ন সূচকের ভিত্তিতে গত মাসে অর্থনীতির সম্প্রসারণের চিত্র তুলে ধরা হয়। এর আগে জুলাই থেকে সেপ্টেম্বর—তিন মাস দেশের অর্থনীতি সংকোচনের ধারায় ছিল। অক্টোবর থেকে তা সম্প্রসারণের ধারায় ফিরেছে।

অর্থনীতির মূল চারটি খাতের কার্যক্রমের ভিত্তিতে পিএমআই তৈরি করা হয়। খাতগুলো হচ্ছে কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা। পিএমআই সূচকের মান ৫০ পয়েন্টের বেশি থাকা মানে অর্থনীতি সম্প্রসারণের ধারায় রয়েছে।

নভেম্বরের পিএমআই প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাণ খাত ছাড়া অন্য তিন খাতের সম্প্রসারণের হার অক্টোবরের চেয়ে বেশি ছিল। বিশেষ করে কৃষি খাত সম্প্রসারণের গতি ছিল সবচেয়ে বেশি। এ খাতে নতুন ব্যবসা ও ব্যবসায়িক কার্যক্রমের দ্রুত সম্প্রসারণ হয়েছে। যদিও এই খাতে কর্মসংস্থানের গতি কম। নভেম্বরে কৃষি খাতের পিএমআই সূচকের মান বেড়ে দাঁড়িয়েছে ৬৭ দশমিক ২। অক্টোবরে এ সূচকের মান ছিল ৫৩ দশমিক ১

পিএমআই প্রতিবেদনে বলা হয়েছে, টানা তিন মাস সম্প্রসারণের ধারায় রয়েছে উৎপাদন খাত। নভেম্বরে এ খাতের পিএমআই সূচকের মান বেড়ে দাঁড়িয়েছে ৬০ দশমিক ৯ পয়েন্ট। অক্টোবরে যা ছিল ৫৬ দশমিক ৬ পয়েন্ট। প্রতিবেদনে বলা হয়েছে, এ খাতের নতুন ক্রয়াদেশ, রপ্তানি, কারখানায় উৎপাদন—সব ক্ষেত্রেই গতি আগের চেয়ে বেড়েছে। এমনকি এই খাতের আমদানি, কর্মসংস্থান, সরবরাহের ক্ষেত্রেও প্রথমবারের মতো সম্প্রসারণ হয়েছে।

নভেম্বরের পিএমআই পিএমআইবিষয়ক এক বিজ্ঞপ্তিতে মেট্রো চেম্বার ও পলিসি এক্সচেঞ্জ জানিয়েছে, অক্টোবরে নির্মাণ খাত কিছুটা সম্প্রসারণের ধারায় থাকলেও নভেম্বরে আবার তা সংকোচনের ধারায় ফিরে গেছে। ফলে এ খাতে সূচকের মান কমে গেছে। নভেম্বরে নির্মাণ খাতের সূচকের মান দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৬ পয়েন্ট। অক্টোবরে এই সূচকের মান ছিল ৫০ দশমিক ১ পয়েন্ট।

মেট্রো চেম্বার ও পলিসি এক্সচেঞ্জ জানিয়েছে, অক্টোবরের পর নভেম্বরেও দ্বিতীয় মাসের মতো সম্প্রসারণের ধারায় রয়েছে সেবা খাত। তাতে এ খাতের সূচকের মান বেড়ে দাঁড়িয়েছে ৬৪ পয়েন্ট। অক্টোবরে এই সূচকের মান ছিল ৫৬ দশমিক ৯ পয়েন্ট। সেবা খাতে কর্মসংস্থানে গতি ফিরেছে গত মাসে। সেই সঙ্গে নতুন ব্যবসা ও ব্যবসায়িক কার্যক্রমেও গতি রয়েছে।

মেট্রো চেম্বার ও পলিসি এক্সচেঞ্জ যৌথভাবে চলতি বছরের মে মাসে প্রথম পিএমআই প্রকাশ করে। যদিও ২০২৩ সালের ডিসেম্বর থেকে সূচকের মান নির্ণয় করা হচ্ছে। চার খাতের উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের মতামতের ভিত্তিতে সংশ্লিষ্ট খাতের সূচকের মান নির্ধারণ করা হয়। মোট ১০০ নম্বরের মধ্যে পিএমআইয়ের মান নির্ণয় করা হয়।

অর্থনীতি সম্প্রসারণের ধারায় থাকলেও এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে পিএমআই প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অর্থনীতির নীতি সিদ্ধান্তের ক্ষেত্রে এখনো রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে। এ ছাড়া শিল্প খাতসহ অন্যান্য ক্ষেত্রে আন্দোলনের কারণে ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। prothomalo.com

PMI information Bangladesh economy

You may also like