বৃহস্পতিবার (১৩ মার্চ) ‘অফ সাইট সুপারভিশন’ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়। প্রজ্ঞাপনে শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণার যোগ্যতা অযোগ্যতা নির্ধারণের পাশাপাশি এ সংক্রান্ত বিস্তারিত নীতিমালা জারি করা হয়।
দেশের কোনো ব্যাংকের খেলাপি ঋণের হার ১০ শতাংশের বেশি হলে সে ব্যাংক লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। খেলাপি ঋণের বিপরীতে সঞ্চিতি (প্রভিশন) ঘাটতি থাকলে সে ব্যাংকের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ‘অফ সাইট সুপারভিশন’ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়। প্রজ্ঞাপনে শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণার যোগ্যতা অযোগ্যতা নির্ধারণের পাশাপাশি এ সংক্রান্ত বিস্তারিত নীতিমালা জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দেশের ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা এবং ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের রিটার্নের বিষয়টি সামগ্রিকভাবে বিবেচনা করে শেয়ারের বিপরীতে লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে ছয় ধরনের নির্দেশনা প্রযোজ্য হবে।
নির্দেশনাগুলো হলো— ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ধারা ২২ ও ধারা ২৪ ও বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময়ে সময়ে জারিকৃত এতদসংক্রান্ত নির্দেশনাগুলোর যথাযথ পরিপালন নিশ্চিত করতে হবে। কেবলমাত্র বিবেচ্য পঞ্জিকাবষের্র মুনাফা হতে নগদ লভ্যাংশ প্রদান করা যাবে; পূর্বের পুঞ্জীভূত মুনাফা থেকে কোন নগদ লভ্যাংশ বিতরণ করা যাবে না। সিআরআর ও এসএলআর ঘাটতিজনিত আরোপিত দণ্ডসুদ ও জরিমানা অনাদায়ী থাকা যাবে না। ব্যাংকের শ্রেণীকৃত ঋণ ও বিনিয়োগের হার মোট ঋণ ও বিনিয়োগের সর্বোচ্চ ১০ শতাংশের অধিক হবে না। ঋণ বা বিনিয়োগ ও অন্যান্য সম্পদের বিপরীতে কোনো প্রকার সংস্থান (প্রভিশন) ঘাটতি থাকা যাবে না। প্রভিশন সংরক্ষণসহ অন্যান্য ব্যয় মেটানোর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রকার ডেফারেল সুবিধা গ্রহণ করা হলে প্রদত্ত ডেফারেল সুবিধা বহাল থাকা অবস্থায় কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা করা যাবে না।
প্রজ্ঞাপনে ব্যাংকের লভ্যাংশ নির্ধারণের পদ্ধতিও তুলে ধরা হয়। এতে বলা হয়, উপরে উল্লেখিত ছয়টি শর্ত সম্পূর্ণভাবে পরিপালনকারী ব্যাংকগুলোর লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে ঘোষিত লভ্যাংশের পরিমাণ ডিভিডেন্ড পেআউট রেশিওর হার দ্বারা নির্ধারিত হবে। এক্ষেত্রে ডিভিডেন্ড পেআউট রেশিও বলতে ব্যাংকের ঘোষিত লভ্যাংশের পরিমাণ ও ব্যাংকের কর পরবর্তী মুনাফার অনুপাতকে নির্দেশ করে। https://www.bonikbarta.com/economy/5hKw6Rkbk8eoJnu8
BB