July 27, 2024 2:52 pm
Home Stock Market সানলাইফ ইন্স্যুরেন্স সব শেয়ার বিক্রি করবেন উদ্যোক্তা পরিচালকরা

সানলাইফ ইন্স্যুরেন্স সব শেয়ার বিক্রি করবেন উদ্যোক্তা পরিচালকরা

by fstcap

stockmarket sharebazar pujibazar investment Bsec dse cse sunlifeinsurance

বীমা খাতের তালিকাভুক্ত সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালকরা তাদের কাছে থাকা কোম্পানিটির সব শেয়ার বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বীমা খাতের তালিকাভুক্ত আরেক কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ও অন্যান্য ব্যক্তি বিনিয়োগকারীরা এ শেয়ার কিনে নেবেন। গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানি দুটি।

তথ্যানুসারে, সম্প্রতি অনুষ্ঠিত সভায় সানলাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালকরা তাদের কাছে থাকা কোম্পানিটির ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৩০৯টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। এ শেয়ার বিক্রির জন্য গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ও অন্যান্য ব্যক্তি বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি করা হয়েছে। স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটের মাধ্যমে এ শেয়ার বিক্রি করা হবে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ শেয়ার বিক্রি করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

সানলাইফ ইন্স্যুরেন্সের মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৬৯০। এর মধ্যে ৪৩ দশমিক ১২ শতাংশ বিক্রি করবেন কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা। কোম্পানিটির ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনের তথ্যানুসারে, উদ্যোক্তা পরিচালক অধ্যাপক রুবিনা হামিদের কাছে ১৯ লাখ ৬ হাজার ৭৬০, শাবানা মালেকের কাছে ৭ লাখ ১৫ হাজার ২১৩, ড. কাজী আখতার হামিদের কাছে ৭ লাখ ৮৬ হাজার ৩৭৮, ফৌজিয়া মালেকের (মৃত) কাছে ১২ লাখ ২৪ হাজার ও আলহাজ মফিজুর রহমানের (মৃত) কাছে ১০ লাখ ৬৭৯টি শেয়ার ছিল। এর মধ্যে মফিজুর রহমানের শেয়ার সম্প্রতি তার উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হয়েছে। কোম্পানিটির উদ্যোক্তাদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে ২৯ লাখ ৫৮ হাজার, মোশতাক আহমেদের কাছে ৭ লাখ ৯৪ হাজার ৬৭২ ও সাইদুর রহমান খানের কাছে ২ লাখ ৫০ হাজার ২৯টি শেয়ার ছিল। আর কোম্পানিটির শেয়ারহোল্ডার পরিচালকদের মধ্যে অ্যাডভোকেট শায়লা ফেরদৌস শানতাজ বানুর কাছে ১০ লাখ ৭ হাজার ৪২৯ ও রাহাত মালেকের কাছে ৩৯ লাখ ৪৯ হাজার ৮০০টি শেয়ার ছিল। অধ্যাপক রুবিনা হামিদ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বোন। রুবিনা হামিদের স্বামী হচ্ছেন ড. কাজী আখতার হামিদ। শাবানা মালেক স্বাস্থ্যমন্ত্রীর স্ত্রী ও রাহাত মালেক তাদের সন্তান।

Daily Bonik Barta

You may also like