Home Stock Market "পুঁজিবাজার থেকে তালিকা চ্যুত হল বেক্সিমকো সিনথেটিকস"

"পুঁজিবাজার থেকে তালিকা চ্যুত হল বেক্সিমকো সিনথেটিকস"

by fstcap

bank stockmarket investment sharebazar pujibazar investment Bsec dse cse


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো সিনথেটিকসকে পুঁজিবাজার থেকে চূড়ান্তভাবে তালিকাচ্যূতের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত ১৮ অক্টোবর বিএসইসি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

বেক্সিমকো সিনথেটিকসের পুঁজিবাজার থেকে লেনদেন অপসারাণ ও তালিকাচ্যূত কারযকর হয়েছে গত ২২ অক্টোবর, রোববার থেকে। কোম্পানিটি আরও জানায়, বিনিয়োগকারীরা যারা এখনও কোম্পানির এক্সিট প্লান অফারটি গ্রহণ করেনি, তারা আগামী ১ বছরের মধ্যে শেয়ার সমর্পণের জন্য আবেদন করতে পারবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৭ সেপ্টেম্বর বিএসইসি কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত করে। কোম্পানিটি স্বেচ্ছায় তালিকাচ্যুত হতে চাই।এ খবরে শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়লে কিংবা কমলে বিনিয়োগকারী কিংবা কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে। তাই কমিশন লেনদেন স্থগিত করে।Source: arthosuchak.com

You may also like