July 26, 2024 8:13 pm
Home Stock Market নাভানা ফার্মার ১৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

নাভানা ফার্মার ১৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

by fstcap

CSE DSE Stockmarket Sharebazar Pujibazar taka stockholder navanapharma

শেয়ারবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মোট ১৫০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী
রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৮৭তম কমিশন সভায় প্রতিষ্ঠানটির বন্ডের অনুমোদন দেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাভানা ফার্মার ১৫০ কোটি টাকার আনসিকিউরড, কুপন বিয়ারিং বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। যার কুপন রেট হবে ৮ থেকে ১০ শতাংশ।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও
উচ্চসম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে বন্ডটি ইস্যু করা হবে।

বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লাখ টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে নাভানা ফার্মা ব্যাংক ঋণ পরিশোধ করবে।

বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড।

এছাড়া বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

sharenews24.com

You may also like