July 27, 2024 10:22 am
Home Stock Market গুটিকয় শেয়ারের পোয়াবারো

গুটিকয় শেয়ারের পোয়াবারো

by fstcap

olympic accessories stockmarket sharebazar pujibazar investment Bsec dse cse
মাসের পর মাস তালিকাভুক্ত দুই-তৃতীয়াংশ কোম্পানির শেয়ারের ক্রেতা নেই। আগে শেয়ার কিনে যারা আটকা পড়েছেন, বিনিয়োগকারীর অনেকে লোকসান হলেও শেয়ার বিক্রি করতে রাজি। এই যখন অবস্থা, তখন গুটিকয় শেয়ারের পোয়াবারো অবস্থা। এসব শেয়ারের ক্রেতা নয়, অভাব বিক্রেতার। যার কারণে হু-হু করে দর বাড়ছে। গত এক মাসে লিবরা ইনফিউশনস এবং আড়াই মাসে এমবি ফার্মার দর দ্বিগুণ হয়েছে।

গতকাল বুধবার ডিএসইর লেনদেন শেষের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, দর বৃদ্ধির শীর্ষে থাকা এমবি ফার্মা ও লিবরা ইনফিউশনসের শেয়ার দিনের সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে। এ ছাড়া আরামিট লিমিটেড, ইমাম বাটন এবং শ্যামপুর সুগার মিলসের শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে। এমনকি নতুন তালিকাভুক্ত ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ নামের মিউচুয়াল ফান্ড টানা ষষ্ঠ দিনে সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে। সর্বশেষ লেনদেন হয়েছে ১৭ টাকা ৬০ পয়সা। যদিও ফান্ডটির সম্পদ মূল্য এখনও মাত্র ১০ টাকা ০২ পয়সা।

পর্যালোচনায় দেখা গেছে, গতকাল এমবি ফার্মার শেয়ার ১ হাজার ৮৫ টাকা ৮০ পয়সায় কেনাবেচা হয়েছে, যা আগের দিনের তুলনায় সোয়া ৬ শতাংশ বেশি। মাত্র আড়াই মাসে কোম্পানিটির শেয়ারদর দ্বিগুণ বেড়ে এ পর্যায়ে এসেছে। গত ৭ আগস্ট এর দিনের লেনদেন শুরু হয়েছিল টাকায়। আর লিবরা ইনফিউশনসের শেয়ারও একই হারে বেড়ে ১ হাজার ৬০৮ টাকা ৮০ পয়সায় উঠেছে। এক মাস আগে গত ২৪ সেপ্টেম্বরও এর শেয়ার ৮০৬ টাকায় কেনাবেচা হয়েছিল।


সূত্রঃ দৈনিক সমকাল

You may also like