July 27, 2024 2:23 pm
Home Finance ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের লোকসান কমেছে

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের লোকসান কমেছে

by fstcap

CSE DSE Stockmarket Sharebazar Pujibaza western marine shipyard financial

পুঁজিবাজারে বিবিধখাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের পরিচালনা পর্ষদ গত হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) ও ৬ মাসের (জুলাই-ডিসেম্বর, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানির শেয়ারপ্রতি লোকসান কমেছে। সোমবার (৬ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার (৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ হয়।

গত হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০৯) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল (০.১০) টাকা। সেই হিসেবে শেয়ারপ্রতি লোকসান ০.০১ টাকা বা ১০ শতাংশ কমেছে।

কোম্পানির ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০৬) টাকা। গত অর্থবছরের একই সময়ে হয়েছিল (০.০৮) টাকা। এ হিসেবে কোম্পানিটির লোকসান ০.০২ টাকা বা ২৫ শতাংশ কমেছে।
২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.১৯ টাকায়।Risingbd.com

You may also like