747
libra stockmarket sharebazar pujibazar investment Bsec dse cse
এসব শেয়ার ছাড়াও গতকাল ডিএসইতে আট কোম্পানির শেয়ারের দর ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এসব কোম্পানির মধ্যে বেশ কয়েকটি স্বল্প মূলধনি, রুণ, বন্ধ বা অপেক্ষাকৃত কম আয়ের কোম্পানি হিসেবে পরিচিত।
সার্বিক হিসাবে ডিএসইতে ৩১৮ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত ছিল ১৭৯টির। ক্রেতার অভাবে ৭৪ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের কোনো লেনদেন হয়নি।
প্রাইম ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এমারেল্ড অয়েল, পূবালী ব্যাংকসহ উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারের দর বৃদ্ধির ওপর ভর করে প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে ৬২৮২ পয়েন্টে উঠেছে। লেনদেন ৪০ কোটি টাকা বেড়ে ৪৭৯ কোটি টাকায় উন্নীত হয়েছে।