July 27, 2024 9:11 am
Home Stock Market অক্টোবরে পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৭%

অক্টোবরে পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৭%

by fstcap

এক বছরেরও বেশি সময় ধরে দেশের পুঁজিবাজারের সূচক প্রায় স্থবির হয়ে আছে। বেশির ভাগ কোম্পানির শেয়ারদর ফ্লোর প্রাইসে আটকে আছে। সূচকের পাশাপাশি ধারাবাহিকভাবে পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ কমছে। সদ্য সমাপ্ত অক্টোবরে আগের মাসের তুলনায় পুঁজিবাজারে দৈনিক গড় লেনদেন কমেছে ২৭ শতাংশ। মূলত বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমার কারণে পুঁজিবাজারে লেনদেন কমে আসছে। ইবিএল সিকিউরিটিজের মাসিক পুঁজিবাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

গত এক বছরের বাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সালের অক্টোবরে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দৈনিক গড়ে ১০ কোটি ৩০ লাখ ডলার লেনদেন হয়েছে। এর পরের মাসে এ লেনদেনের পরিমাণ কমে দাঁড়ায় ৭ কোটি ২০ লাখ ডলারে। গত বছরের ডিসেম্বরে এটি আরো কমে ৩ কোটি ৫০ ডলারে দাঁড়িয়েছে। এ বছরের জানুয়ারিতে দৈনিক গড় লেনদেন কিছুটা বেড়ে ৪ কোটি ৯০ লাখ ডলারে দাঁড়ায়। গত ফেব্রুয়ারিতে এটি কমে দাঁড়ায় ৪ কোটি ৩০ লাখ ডলারে। এ বছরের মার্চে দৈনিক গড় লেনদেন ছিল ৪ কোটি ৫০ লাখ ডলার। এর পরের মাসে এটি কিছুটা বেড়ে ৫ কোটি ৪০ লাখ ডলার হয়। গত মে মাসে দৈনিক গড়ে ৮ কোটি ২০ লাখ ডলার লেনদেন হয়েছে। গত জুনে এটি কমে দাঁড়ায় ৭ কোটি ৬০ লাখ ডলারে। জুলাইয়ে এটি আরো কমে ৭ কোটি ২০ লাখ ডলারে দাঁড়ায়। অাগস্টে দৈনিক গড় লেনদেন ৪ কোটি ডলারে নেমে আসে। গত সেপ্টেম্বরে এটি কিছুটা বেড়ে ৫ কোটি ৭০ লাখ ডলারে দাঁড়িয়েছিল। সর্বশেষ গত অক্টোবরে ডিএসইতে দৈনিক গড়ে ৪ কোটি ২০ লাখ ডলার লেনদেন হয়েছে। গত বছরের অক্টোবরে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ছিল ৬ হাজার ৩০৭ পয়েন্ট। এ বছরের অক্টোবর শেষে সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ২৭৯ পয়েন্টে।

বাজার বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কা ও সামষ্টিক অর্থনীতির সংকটের প্রভাব গত মাসেও পুঁজিবাজারে পরিলক্ষিত হয়েছে। পাশাপাশি ফ্লোর প্রাইসের কারণেও অনেক শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ নেই। এসব কারণেই পুঁজিবাজারে লেনদেন ক্রমান্বয়ে কমছে।

এদিকে গতকালের পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, এদিন এক্সচেঞ্জটির সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসইএক্স আগের দিনের তুলনায় প্রায় ২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ১ পয়েন্ট কমে ২ হাজার ১৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস কিছুটা কমে ১ হাজার ৩৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে গতকাল লেনদেন হওয়া মোট ৩১৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ৬২টির আর অপরিবর্তিত ছিল ১৭৪টির। ডিএসইতে গতকাল ৫২২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৪৩ কোটি ৫৭ লাখ টাকা।

Bd stock market turnover decrease October 2023

Source: Daily Banik Barta

You may also like