Home Stock Market ১০ হাজার কোটি টাকা আয়ের ক্লাবে বিএসআরএম

১০ হাজার কোটি টাকা আয়ের ক্লাবে বিএসআরএম

by fstcap

[national]

stock market , investment , sharebazar , BSRM

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বার্ষিক ১০ হাজার কোটি টাকা বা তার বেশি আয় করা কোম্পানিগুলোর তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড। সরকারের চলমান ও বাস্তবায়ন হয়ে যাওয়া মেগা প্রকল্পগুলোর সুবাদে এ আয় করেছে বিএসআরএম।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে চতুর্থ কোম্পানি হিসেবে এ মাইলফলক অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। এর আগে এই মাইলফলক অর্জনকারী অপর তিনটি কোম্পানি হলো তিতাস গ্যাস, গ্রামীণফোন ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি)।
বিএসআরএমের আর্থিক বিবৃতি অনুসারে, ২০২২-২৩ অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় হয়েছে ১১ হাজার ৫০৬ কোটি টাকা। বৈদেশিক মুদ্রার সংকট, গ্যাসের
মূল্যবৃদ্ধি, সরবরাহে বিঘ্ন এবং কাঁচামালের মূল্যবৃদ্ধির মতো কঠিন পরিস্থিতি সত্ত্বেও কোম্পানিটি আগের অর্থবছরের চেয়ে ৪৪ শতাংশ বেশি আয় করেছে।
বিএসআরএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমের আলীহোসাইন গতকাল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন ‘বিগত বছরগুলোতে সরকারের মেগা প্রকল্পগুলো থেকে আমাদের আয়ের একটা বড় অংশ এসেছে। কিন্তু গত বছর থেকে সরকারি প্রকল্পগুলো ধীরগতিতে চলছে। তবে বেসরকারি খাতের চাহিদা বেড়েছে, যা আমাদের ব্যবসা বাড়াতে সাহায্য করেছে।’
কোম্পানিটি জানিয়েছে, ছয় দশকের যাত্রায় ২০২২-২৩ অর্থবছরে তারা সর্বোচ্চ আয় করেছে। যদিও এ অর্থবছরে কোম্পানিটির মুনাফা আগের বছরের ৩০৮ কোটি টাকা থেকে কমে ২৯১ কোটি টাকায় নেমে এসেছে।
বিএসআরএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমের আলীহোসাইন টিবিএসকে বলেন, ‘মূল্যস্ফীতি আমাদের ওপর পণ্যের দাম বাড়ানোর জন্য চাপ তৈরি করেছে, যার সুবাদের আমাদের রেকর্ড আয় হয়েছে। এছাড়া আন্তঃকোম্পানি বিক্রি আগের তুলনায় কিছুটা বেড়েছে।’ তিনি আরও বলেন, রড ও বিলেট বিক্রির পরিমাণ আয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।
আমের আলীহোসাইন বলেন, ডলার সংকট, এলসি খুলতে সমস্যা এবং সময়মতো কাঁচামালের সরবরাহ না পাওয়ায় তারা ঝামেলায় পড়েছেন। ‘এসব কারণে উৎপাদনে সমস্যা হচ্ছে। আমরা এখনও সংকটমুক্ত নই। এই সমস্যার মধ্যেই আমরা প্রবৃদ্ধি ধরে রাখার চেষ্টা করছি,’ বলেন তিনি।

source: The Business Standard.

You may also like

Leave a Comment